
For the current monthly newsletter, please click here. For information about upcoming issues, please enter your email address below:
Monthly Newsletter Archives
PASSPORT | VISA | TP/TD | DNC | FEES |
Re-Issue/Renewal of Machine Readable Passport (MRP)
If you are the first time applicant for MRP, this page is not applicable for you.
Required Documents:
- Duly fill out the Passport Re-issue Application Form
;
- Applicants must provide their email address on the application form to get updates of the applications;
- Attach existing Bangladeshi passport (original passport) and its photocopy (Photo and Information Pages only);
- Recent Passport size photo- 1 copy (Attach with glue on the top left corner of the form);
- Applicant under 15 years of old must add his/her father’s and mother’s Passport size photo 1 copy for each. (Attach with glue on the top right corner of the form);
- Copy of National Identification Card (NID) or Bangladeshi digital Birth Registration Certificate with 17-digit number;
- Copy of Proof of Valid Residency (valid Visa/Green Card etc.) in the USA. US State ID or Driving License will not be considered as Proof of Valid Residency;
- If the applicant is a U.S. passport holder, he or she must provide a copy of the Bangladesh Dual Citizenship Certificate;
- Marriage Certificate/Divorce Certificate (if applicant wants to add or change spouse name);
- Fees: Pay to the “Embassy of Bangladesh’’; Cash or Personal check is not accepted
(a) Regular: US$ 110 Money Order/Bank Cashier’s Check (Expected processing time 60-working days);
(b) Express: US$ 220 Money Order/Bank Cashier’s Check (Expected processing time 45-working days);
(NB: In some cases, processing time may take longer)
Wearing a mask is mandatory for all kinds of service seekers during walk-in or in-person service at the Embassy.
Service by Mail: Applicants may send their application by mail. If so, applicant must include a self-addressed return envelope with proper postage and tracking number of USPS Priority/Express Mail only. Please put attention to the Passport & Visa Wing. The authority will not accept a return envelope unless it is Priority/Express Mail of the United States Postal Service (USPS);
Applicable for postal applications: All applicants for re-issuance of Machine Readable Passport (MRP) are requested to submit his/her expired or to be expired MRP and relevant documents along with application. This is also informed that applicant’s expired MRP will remain with the Embassy until re-issuance of new MRP to the applicant. Those applicants who are interested in keeping their expired MRP with them, they must come in person to the Embassy to submit their application. Those applicants, who will come in person to the Embassy to submit their application, their expired passport will be returned to them on the same day after some official formalities.
Any incomplete application received by mail will be returned to the applicant without query.
In person/walk-in applicants are received at the front desk between 10:00 am to 01:00 pm Monday to Friday, except holidays. Delivery time of documents is from 2:00 pm – 3:00 pm.
আপনি যদি এমআরপি-র প্রথমবারের আবেদনকারী হন তবে এই পৃষ্ঠাটি আপনার জন্য প্রযোজ্য নয়।
প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
- পাসপোর্ট পুনঃ ইস্যুর আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করা
;
- আবেদনপত্র সমূহের অগ্রগতি জানার প্রয়োজনে আবেদনকারীদেরকে অবশ্যই আবেদন ফর্মে তাদের ইমেল ঠিকানা দিতে হবে;
- বিদ্যমান বাংলাদেশী পাসপোর্ট (মূল পাসপোর্ট) ও তার ফটোকপি (ছবি এবং তথ্য সম্বলিত পৃষ্ঠাদ্বয়) সংযুক্ত করা;
- সাম্প্রতিক কালে তোলা পাসপোর্টের আকারের - ১ কপি ছবি (ফর্মের উপরের বাম কোণে আঠা দিয়ে) সংযুক্ত করা;
- ১৫ বছরের কম বয়সের আবেদনকারীকে অবশ্যই তার বাবা এবং মায়ের পাসপোর্ট আকারের ১ কপি করে ছবিও (ফর্মের উপরের ডান কোণে আঠা দিয়ে) সংযুক্ত করতে হবে;
- জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (এনআইডি) অথবা ১৭-সংখ্যাযুক্ত নম্বর সম্বলিত বাংলাদেশি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদপত্রের অনুলিপি;
- আবেদনকারী যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখানে তার বৈধ আবাসনের প্রমানের অনুলিপি (যেমনঃ বৈধ ভিসা / গ্রিন কার্ড ইত্যাদি)। মার্কিন স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্সকে বৈধ আবাসনের প্রমাণ হিসাবে বিবেচনা করা হবে না;
- আবেদনকারী যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী হয়ে থাকেন তবে তাকে বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের সনদপত্রের (ডুয়াল সিটিজেনশীপ সার্টিফিকেট) অনুলিপি প্রদান করতে হবে;
- বিবাহের সনদপত্র / তালাকের সনদপত্রের অনুলিপি (যদি আবেদনকারী স্বামী / স্ত্রীর নাম যুক্ত করতে বা পরিবর্তন করতে চান);
- ফিঃ মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেকের মাধ্যমে “Embassy of Bangladesh’’ বরাবরে প্রেরণ করতে হবে। নগদ অর্থ বা ব্যক্তিগত চেক গৃহীত হয় না;
(ক) নিয়মিতঃ ১১০ মার্কিন ডলার মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেক (প্রত্যাশিত প্রক্রিয়াকরণের সময় ৬০- কার্যদিবস);
(খ) জরুরীঃ ২২০ মার্কিন ডলার মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেক (প্রত্যাশিত প্রক্রিয়াকরণের সময় ৪৫- কার্যদিবস);
(বিশেষ দ্রষ্টব্যঃ কিছু কিছু ক্ষেত্রে, প্রক্রিয়াকরণের সময় আরও বেশি লাগতে পারে)
পদচারণায় আগত বা ব্যক্তিগত পরিষেবা গ্রহণেচ্ছু সমস্ত ধরণের পরিষেবা প্রার্থীদের দূতাবাসে অবস্থানকালীন সময়ে মাস্ক পরিধান বাধ্যতামূলক।
ডাকযোগে পরিষেবাঃ আবেদনকারীগণ তাদের আবেদন চাইলে ডাকযোগেও প্রেরণ করতে পারেন। যদি তা হয় তবে আবেদনকারীকে কেবলমাত্র ইউএসপিএস অগ্রাধিকার / এক্সপ্রেস মেইলের যথাযথ ডাক মাশুল এবং ট্র্যাকিং নম্বরসহ একটি স্ব-সম্বোধিত রিটার্ন খাম অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। দৃষ্টি আকর্ষণে “Passport and Visa Wing’’ উল্লেখ করুন। যথাযথ ডাক মাশুল এবং ট্র্যাকিং নম্বরসহ স্ব-সম্বোধিত রিটার্ন খামটি ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস)-এর অগ্রাধিকার / এক্সপ্রেস মেইল না হলে কর্তৃপক্ষ তা গ্রহণ করবে না।
ডাকযোগে প্রেরণকৃত আবেদনের ক্ষেত্রে প্রযোজ্যঃ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়নের (রি-ইস্যুড) সকল আবেদনকারীকে তার আবেদনের সাথে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন পাসপোর্ট এবং প্রাসঙ্গিক কাগজপত্রাদি জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আরও জানানো যাচ্ছে যে আবেদনকারীর মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি আবেদনকারীকে তার অনুকূলে রি-ইস্যুকৃত পাসপোর্টটি ফেরত না দেয়া পর্যন্ত দূতাবাসের কাছে জমা থাকবে। যেসব আবেদনকারী স্বীয় প্রয়োজনে মেয়াদোত্তীর্ণ এমআরপি তার সাথে রাখতে আগ্রহী, তাকে আবেদনপত্র জমা দিতে ব্যক্তিগতভাবে দূতাবাসে আসতে হবে। যেসব আবেদনকারী ব্যক্তিগতভাবে দূতাবাসে এসে আবেদনপত্র জমা দেবেন, তার মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি কিছু অফিসিয়াল প্রক্রিয়া শেষে একই দিনে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হবে।
শারীরিক পদচারণায় আগত আবেদনকারীরা ছুটি ব্যতীত সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টার মধ্যে আবেদন পত্রসমূহ ফ্রন্ট ডেস্কে জমা দিতে পারবেন। পত্রাদি বিতরণের সময়ঃ বিকেল ২:০০ হতে ৩:০০ ঘটিকা।
ডাকযোগে প্রাপ্ত যে কোনও অসম্পূর্ণ আবেদন বিনা প্রশ্নে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হবে।
For further enquiry: Tel:202-244-0183 Extension: 105/115
জিজ্ঞাসা: ফোন: ২০২-২৪৪-০১৮৩ অতিরিক্ত: ১০৫/১১৫





3510 International Drive NW
Washington, DC 20008
USA
+1-202-244-0183 mission.washington@mofa.gov.bd
Due to Covid-19 situation, in case of remote working, contact via email is preferred.
In case of any emergency, please contact at the Embassy 'emergency only' contact no. (+1-202-740-6305)
To track you passport, visa, nvr, dual nationality application please visit: http://bdembassyusatracking.org/