
For the current monthly newsletter, please click here. For information about upcoming issues, please enter your email address below:
Monthly Newsletter Archives
PASSPORT | VISA | TP/TD | DNC | FEES |
Applying for No Visa Required (NVR)
Bangladesh origin foreign citizens (except SAARC countries) are eligible for endorsement of “NVR (No Visa Required) to Travel to Bangladesh" in their foreign passports. Their (foreign born) spouse and children are also eligible for this endorsement, which allows the holder multiple entries into Bangladesh with unlimited duration of stay within the validity of the passport. Citizens other than the USA must submit the proof of residence in USA (Resident Permit / Work-Permit / Valid Visa etc.).
Validity of NVR: The ‘No Visa Required for Travel to Bangladesh’ endorsement is valid as long as the passport remains valid on which it is affixed. The person can enter Bangladesh as many times he/she wishes and can stay there without any time restriction within the validity of the passport.
If you are unable to fill-out online application form at https://visa.gov.bd/ so, you may use fillable pdf application form (unnumbered bar code on page-4).
Applicants are required to submit the following documents for No Visa Required (NVR) Endorsement:
Fees: Please pay $50.00 (Fifty US Dollar) to the “Embassy of Bangladesh’’ in the format of Money Order/Cashier Check/Official Check only. Cash/Personal Check/Credit Card not to be accepted.
NO REFUNDS: Fees, once received, cannot be refunded, even if the application is withdrawn or service cannot be rendered.
PLEASE NOTE : after scrutiny of documents, the Embassy may request for an in-person interview and/or submission of additional documents. Issuance of NVR may be delayed if reference has to be made to Bangladesh for clearance for further Adminitrative Processing.
The Embassy may accept or reject any application for NVR.
Bangladeshi American:
- Printed copy of duly filled-in Online Visa application form (automatically created pdf file with bar code on page-4) at https://visa.gov.bd/ OR fillable pdf application form (unnumbered bar code on page-4);
- A passport-size color photograph with white background taken within the last six months (attach with glue on the box of top-left corner of the form);
- Original US passport (valid at least for six months) with photocopy of the same (Photo and information page);
- Copy of the photo and information page of Bangladesh old/valid Machine Readable Passport OR 1-5 page of Bangladesh old handwritten passport OR copy of Bangladesh digital Birth Registration Certificate (with 17-digit number) OR copy of Dual National Certificate OR copy of National ID card of Bangladesh and copy of previous NVR along with the information and photo page of that passport which contained the previous NVR;
- Copy of court order in case of a name change.
Children (born in USA/not in Bangladesh) of Bangladeshi/Bangladeshi American:
- Printed copy of duly filled-in Online Visa application form (automatically created pdf file with bar code on page-4) at https://visa.gov.bd/ OR fillable pdf application form (unnumbered bar code on page-4);
- A passport-size color photograph with white background taken within the last six months (attach with glue on the box of top-left corner of the form);
- Original US passport (valid at least for six months) with photocopy of the same (Photo page);
- Copy of US Birth Certificate showing parents name;
- Copy of Bangladesh passport of Father OR Mother (first five page);
- Copy of court order in case of a name change.
Foreign Spouse of Bangladeshi/Bangladeshi American:
- Printed copy of duly filled-in Online Visa application form (automatically created pdf file with bar code on page-4) at https://visa.gov.bd/ OR fillable pdf application form (unnumbered bar code on page-4);
- A passport-size color photograph with white background taken within the last six months (attach with glue on the box of top-left corner of the form);
- Original US passport (valid at least for six months) with a photocopy of the same (Photo and information page);
- Copy of husband's/wife's valid or expired Bangladesh passport (page 1-5) OR Copy of Dual Nationality Certificate OR copy of National ID card of Bangladesh;
- Copy of Marriage Certificate;
- Notarized affidavit/ declaration by wife/husband stating that their marriage is not broken.
- Copy of court order in case of a name change.
Transfer of NVR (From Old Passport to New Passport):
- Printed copy of duly filled-in Online Visa application form (automatically created pdf file with bar code on page-4) at https://visa.gov.bd/ OR fillable pdf application form (unnumbered bar code on page-4);
- A passport-size color photograph with white background taken within the last six months (attach with glue on the box of top-left corner of the form);
- New original (existing) US passport with a photocopy (Photo and information page);
- Original old expired US passport with photocopies of the photo page and page of “No Visa Required” Seal/Sticker in fovour of the applicant, who has been previously issued “No Visa Required”. In some cases, copy of Bangladeshi passport (existing/expired) may be required;
- Copy of court order in case of a name change;
Service by Mail: Applicants may send their application by mail. If so, applicant must include a self-addressed return envelope with appropriate postage stamps and tracking number for Priority/ Express Mail of the United States Postal Services (USPS) only. Please put it to the attention of the “Passport & Visa Wing”. The authority will not accept a return envelope unless it is Priority/Express Mail of the United States Postal Service (USPS). Applications received by mail may need additional working days for its processing.
Mailing Address:
Attention: Passport and Visa Wing
Embassy of Bangladesh
3510 International Drive NW
Washington, DC-20008
Any incomplete application received by mail will be returned to the applicant without query.
The usual expected processing time for an NVR is 5 working days. The processing time may vary on case by case issues.
Walk-in applicants are received at the front desk between 10:00 am to 12:00 pm on Monday to Friday, except holidays. Delivery time of documents are from 1:00 pm – 2:00 pm.
Wearing a mask is mandatory for all kinds of service seekers during walk-in hours at the Embassy.
Further Enquiry: Tel:202-244-0183 Extension: 111
Email: pvwing.washdc@gmail.com
নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এর জন্য আবেদন
বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিকগণ (সার্কভুক্ত দেশ সমূহ ব্যতীত) বাংলদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের বিদেশী পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এর জন্য আবেদন করতে পারবেন। তাদের বিদেশী স্বামী/স্ত্রী,সন্তানও এই নিয়মের আওতাভুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য দেশের বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিকগণ নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বর্তমান অবস্থানের প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে (যেমন: স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রীন কার্ড/কাজের অনুমতিপত্র/বৈধ ভিসা)।
এনভিআর এর মেয়াদ: পাসপোর্টটির মেয়াদকালীন সময়ে ‘বাংলাদেশে ভ্রমণের জন্য কোনও ভিসা আবশ্যক নয়’। পাসপোর্টের মেয়াদকালীন সময়ে ব্যাক্তি যতবার ইচ্ছে ততবার বাংলাদেশে প্রবেশ করতে পারেন এবং যতদিন ইচ্ছে ততদিন বাংলাদেশ থাকতে পারেন।
আপনি যদি অনলাইনের https://visa.gov.bd/ আবেদন ফর্মটি পূরণ করতে অক্ষম হন তবে আপনি এই পূরণযোগ্য পিডিএফ আবেদন ফর্মটি (৪ নম্বর পৃষ্ঠার নম্বরবিহীন বার কোড) ব্যবহার করতে পারেন।
নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সেবার জন্য নিম্নোক্ত ডকুমেন্ট সমূহ দাখিল করতে হবে:
ফিঃ অনুগ্রহপূর্বক ৫০ (পঞ্চাশ) মার্কিন ডলার মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেক / অফিসিয়াল চেকের মাধ্যমে “Embassy of Bangladesh’’ বরাবরে প্রেরণ করতে হবে। ফি কোনো অবস্থাতেই নগদ অর্থ বা ব্যক্তিগত চেক অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে গৃহীত হবে না।
ফি অফেরতযোগ্য: আবেদনপত্র প্রত্যাহার বা বাতিল হলে গৃহীত ফিস ফেরত প্রদান করা হবে না।
বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিকঃ
- অনলাইনে https://visa.gov.bd/ আবেদন ফরম পূরণ পূর্বক আবেদনপত্রের প্রিন্ট কপি (স্বয়ংক্রিয়ভাবে প্রণীত পিডিএফ ফাইলের ৪ নম্বর পৃষ্ঠার বার কোডসহ) অথবা পূরণযোগ্য পিডিএফ আবেদন ফর্মটি (৪ নম্বর পৃষ্ঠার নম্বরবিহীন বার কোড);
- গত ছয় মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ফর্মের উপরে বাম কোণের বাক্সে আঠা দিয়ে লাগাতে হবে);
- মূল ইউএস পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি (ছবি এবং তথ্য সম্বলিত পৃষ্ঠাদ্বয়) সংযুক্ত করা;
- বাংলাদেশের মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম পৃষ্ঠার (ফটো পেজ) কপি অথবা হাতে লেখা বাংলাদেশ পাসপোর্টের প্রথম পাঁচ পৃষ্ঠার কপি অথবা বাংলাদেশ ডিজিটাল জন্ম সনদের (১৭-সংখ্যা বিশিষ্ট) কপি অথবা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি অথবা জাতীয় পরিচয় পত্রের কপি;
- আদালত কর্তৃক প্রদানকৃত নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের প্রমাণপত্র (নাম পরিবর্তনের ক্ষেত্রে)।
বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সন্তান (মার্কিন যুক্তরাষ্ট্রে/বাংলাদেশ ব্যতীত অন্য দেশে জন্মগ্রহণকারী):
- অনলাইনে https://visa.gov.bd/ আবেদন ফরম পূরণ পূর্বক আবেদনপত্রের প্রিন্ট কপি (স্বয়ংক্রিয়ভাবে প্রণীত পিডিএফ ফাইলের ৪ নম্বর পৃষ্ঠার বার কোডসহ) অথবা পূরণযোগ্য পিডিএফ আবেদন ফর্মটি (৪ নম্বর পৃষ্ঠার নম্বরবিহীন বার কোড);
- গত ছয় মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ফর্মের উপরে বাম কোণের বাক্সে আঠা দিয়ে লাগাতে হবে);
- মূল ইউএস পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি (ছবি এবং তথ্য সম্বলিত পৃষ্ঠাদ্বয়) সংযুক্ত করা;
- মার্কিন যুক্তরাষ্ট্রে/বাংলাদেশ ব্যতীত অন্য দেশে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে পিতা-মাতার নাম সম্বলিত ইউএস/বিদেশী জন্ম সনদের কপি;
- পিতা/মাতার বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি (প্রথম ৫ পাতা)।
বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিদেশী স্বামী/স্ত্রীঃ
- অনলাইনে https://visa.gov.bd/ আবেদন ফরম পূরণ পূর্বক আবেদনপত্রের প্রিন্ট কপি (স্বয়ংক্রিয়ভাবে প্রণীত পিডিএফ ফাইলের ৪ নম্বর পৃষ্ঠার বার কোডসহ) অথবা পূরণযোগ্য পিডিএফ আবেদন ফর্মটি (৪ নম্বর পৃষ্ঠার নম্বরবিহীন বার কোড);
- গত ছয় মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ফর্মের উপরে বাম কোণের বাক্সে আঠা দিয়ে লাগাতে হবে);
- মূল ইউএস পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি (ছবি এবং তথ্য সম্বলিত পৃষ্ঠাদ্বয়) সংযুক্ত করা;
- বৈবাহিক সনদপত্রের কপি (Marriage Certificate) এবং স্বামী/স্ত্রী-র বাংলাদেশ পাসপোর্টের কপি;
- আদালত কর্তৃক প্রদানকৃত নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের প্রমাণপত্র (নাম পরিবর্তনের ক্ষেত্রে)।
পুরাতন পাসপোর্ট হতে নতুন ইউএস পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) স্থানান্তরঃ
- অনলাইনে https://visa.gov.bd/ আবেদন ফরম পূরণ পূর্বক আবেদনপত্রের প্রিন্ট কপি (স্বয়ংক্রিয়ভাবে প্রণীত পিডিএফ ফাইলের ৪ নম্বর পৃষ্ঠার বার কোডসহ) অথবা পূরণযোগ্য পিডিএফ আবেদন ফর্মটি (৪ নম্বর পৃষ্ঠার নম্বরবিহীন বার কোড);
- গত ছয় মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ফর্মের উপরে বাম কোণের বাক্সে আঠা দিয়ে লাগাতে হবে);
- নতুন মূল (বিদ্যমান) ইউএস পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি (ছবি এবং তথ্য সম্বলিত পৃষ্ঠাদ্বয়) সংযুক্ত করা;
- পুরাতন মূল ইউএস পাসপোর্ট এবং তার ফটোকপি (ছবি ও তথ্য সম্বলিত এবং নো ভিসা রিকোয়ার্ড সীল/স্টিকার সম্বলিত পৃষ্ঠাদ্বয়)। কোন কোন ক্ষেত্রে বাংলাদেশী পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হতে পারে;
- আদালত কর্তৃক প্রদানকৃত নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের প্রমাণপত্র (নাম পরিবর্তনের ক্ষেত্রে)।
ডাকযোগে পরিষেবাঃ আবেদনকারীগণ তাদের আবেদন চাইলে ডাকযোগেও প্রেরণ করতে পারেন। যদি তা হয় তবে আবেদনকারীকে কেবলমাত্র ইউএসপিএস অগ্রাধিকার / এক্সপ্রেস মেইলের যথাযথ ডাক মাশুল এবং ট্র্যাকিং নম্বরসহ একটি স্ব-সম্বোধিত রিটার্ন খাম অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। দৃষ্টি আকর্ষণে “Passport and Visa Wing’’ উল্লেখ করুন। যথাযথ ডাক মাশুল এবং ট্র্যাকিং নম্বরসহ স্ব-সম্বোধিত রিটার্ন খামটি ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস)-এর অগ্রাধিকার / এক্সপ্রেস মেইল না হলে কর্তৃপক্ষ তা গ্রহণ করবে না।
যোগাযোগের ঠিকানাঃ
Attention: Passport and Visa Wing
Embassy of Bangladesh
3510 International Drive NW
Washington, DC-20008
প্রত্যাশিত প্রক্রিয়াকরণের সময় ৫- কার্যদিবস। কিছু কিছু ক্ষেত্রে, প্রক্রিয়াকরণের সময় আরও বেশি লাগতে পারে।
ডাকযোগে প্রাপ্ত যে কোনও অসম্পূর্ণ আবেদন বিনা প্রশ্নে আবেদনকারীকে ফিরিয়ে দেয়া হবে।
শারীরিক পদচারণায় আগত আবেদনকারীরা ছুটি ব্যতীত সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে আবেদন পত্রসমূহ ফ্রন্ট ডেস্কে জমা দিতে পারবেন। আবদেনপত্রাদি নিস্পত্তি শেষে বিতরণের সময়ঃ দুপুর ১:০০ হতে ২:০০ ঘটিকা।
পদচারণায় আগত বা ব্যক্তিগত পরিষেবা গ্রহণেচ্ছু সমস্ত ধরণের পরিষেবা প্রার্থীদের দূতাবাসে অবস্থানকালীন সময়ে মাস্ক পরিধান বাধ্যতামূলক।
জিজ্ঞাসা: ফোন- ২০২-২৪৪-০১৮৩ অতিরিক্ত: ১১১
Email: pvwing.washdc@gmail.com
Please note:
a) All on arrival visas are temporarily withheld for the Foreign Nationals entering into Bangladesh.
b) Until further notice, all persons travelling to Bangladesh, who already have valid Visas/NVRs, must need to present a health certificate of PCR Test (in English or with English translation) from a certified physician/clinic /pharmacy, to be obtained within 72 hours of travel, ensuring not affected by COVID-19 before the immigration officer upon arrival in Bangladesh.
c) Any traveler who lived in or visited any corona virus affected countries are advised to keep in mind the condition of presenting health certificate and are subject to 14 days of quarantine upon arrival in Bangladesh. Health Officials at the entry points would decide whether they would be self-quarantined or in Government run facilities. Those under self-quarantine would be monitored by law enforcement agencies for strict compliance.
d) Traveler arriving in Bangladesh may face the health screening and may subject to 14 days of quarantine. Health officials at the entry points would decide whether they would be self-quarantined or in government run facilities.
Please browse following web-links of the Civil Aviation Authority of Bangladesh before departure for Bangladesh from abroad:
Latest NOTAM and Circular and COVID-19




3510 International Drive NW
Washington, DC 20008
USA
+1-202-244-0183 mission.washington@mofa.gov.bd
Due to Covid-19 situation, in case of remote working, contact via email is preferred.
In case of any emergency, please contact at the Embassy 'emergency only' contact no. (+1-202-740-6305)