
For the current monthly newsletter, please click here. For information about upcoming issues, please enter your email address below:
Monthly Newsletter Archives
VISA | NVR | TP/TD | DNC | FEES |
Applying for Machine Readable Passport (MRP) for the first time from Handwritten Passport
Attention: Click on DEMO to see how an applicant fill-in the online application form for first time
Physical presence at the Embassy is mandatory for biometric signature, photo and fingerprint of the applicant to apply for first time MRP (Passport) along with the following requirement:
- Wearing a mask is mandatory for the applicant during walk-in service at the Embassy;
- Duly fill out the Online Application Form for Machine Readable Passport (MRP) and bring the printout of the said form with barcode;
- Attach expired last handwritten Bangladesh passport (original passport) and its photocopy (1-5 Pages only);
- Attach a passport size colour photograph (using glue on the box of top left corner of the form) with white background taken within the last six months;
- Copy of National Identification Card (NID) or Bangladeshi digital Birth Registration Certificate with 17-digit;
- Attach copy of proof of valid residency (valid Visa/Green Card etc.) in the USA. US State ID or Driving License will not be considered as Proof of Valid Residency;
- If applicable please attach a photocopy of Marriage Certificate/ Divorce Certificate/Death Certificate/Foreign Passport/Professional/Technical Certificate (Doctor, Engineer, Driver, etc.);
- Proof of non-US citizen or any foreign national (Photocopy of Permanent Resident Card (Green Card) or Work Permit or I-20 or Valid Visa Page etc.).
- Bangladeshi American Citizen, who holds Dual Nationality (Bangladesh & America), must attach photocopies of his/her Dual Citizenship Certificate and US Passport;
- If applicant is under 15 years of age must add his/her parents’ passport size color photo 1 copy of each. (Attach with glue on the boxes of top right corner of the form);
- Handwritten/PDF completed/incomplete or incorrect application is not acceptable;
- If you are looking for MRP Re-issue/Renewal please browse this page.
- Fees: Pay to the “Embassy of Bangladesh’’. Cash, Credit Card or Personal check are not accepted;
a) Regular: US$ 110 Money Order/Bank Cashier’s Check (Expected processing time 60-working days);
b) Express: US$ 220 Money Order/Bank Cashier’s Check (Expected processing time 45-working days);
(In some cases, processing time may take longer than usual)
NB: Issuance of MRP against lost passport or expired passport (if more than 12 years) requires additional police verification. As such, the Embassy of Bangladesh is unable to indicate any particular timeframe as those depend on receiving the police verification reports. Please keep in mind, the Embassy only enrolls the applications and passports are printed in Dhaka. When passports come to the embassy, the authority activate those online and then give those to the applicants if suitable for use.
Postal mailing service is not applicable for first time MRP applicant. The applicant must include a self-addressed return envelope with proper postage and tracking number of USPS Priority/Express Mail for getting back the passport by mail. The authority will not accept a return envelope unless it is Priority/Express Mail with proper postage and tracking number of the United States Postal Service (USPS);
Receiving & Distribution Time: Applicants for Passport will be able to submit their applications to the front desk of the Embassy between 10am to 12pm, Monday to Friday, except holidays. Distribution time for Passport: 1pm to 2pm.
For further enquiry: Tel:202-244-0183 Ext. 105/115
Emails: pvwing.washdc@gmail.com
প্রথম বারের মত মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
প্রথমবারের মতো এমআরপি (পাসপোর্ট) এর জন্য আবেদন করার ক্ষেত্রে নিম্নোক্ত প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষে আবেদনকারীর বায়োমেট্রিক স্বাক্ষর, ছবি তোলা এবং আঙুলের ছাপ প্রদানের জন্য দূতাবাসে শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক:
- পদচারণায় আগত আবেদনকারীর দূতাবাসে অবস্থানকালীন সময়ে মাস্ক পরিধান বাধ্যতামূলক;
- মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর জন্য যথাযথভাবে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন এবং বারকোড সহ উল্লিখিত ফর্মটির প্রিন্ট আউট আনুন;
- মেয়াদোত্তীর্ণ সর্বশেষ হস্তলিখিত বাংলাদেশ পাসপোর্ট (মূল পাসপোর্ট) এবং এর ফটোকপি (কেবলমাত্র ১-৫ পৃষ্ঠাগুলি) সংযুক্ত করুন;
- গত ছয় মাসের মধ্যে সাদা পটভূমিতে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ফর্মের উপরের বাঁদিকের কোণায় নিদির্ষ্ট স্থানে আঠা দিয়ে) সংযুক্ত করুন;
- জাতীয় পরিচয় পত্রের অনুলিপি (এনআইডি) অথবা ১৭-সংখ্যা বিশিষ্ট বাংলাদেশী ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের অনুলিপি;
- মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের প্রমাণস্বরূপ বৈধ ভিসা/গ্রিন কার্ড ইত্যাদির অনুলিপি সংযুক্ত করুন। মার্কিন স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্সকে বৈধ আবাসনের প্রমাণ হিসাবে বিবেচনা করা হবে না;
- প্রযোজ্য হলে দয়া করে বৈবাহিক সনদ অথবা তালাক প্রাপ্তির সনদ অথবা মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, পেশাদার/প্রাসঙ্গিক প্রযুক্তিগত সনদপত্র (ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) এর অনুলিপি সংযুক্ত করুন;
- বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নন মর্মে প্রমাণপত্র (যেমন- পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রীন কার্ড)/ওয়ার্ক পারমিট/আই টুয়েন্টি/ বৈধ ভিসা ইত্যাদির ফটোকপি);
- বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক অথবা যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে (বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র) তাদের অবশ্যই দ্বৈত জাতীয়তার সনদপত্র এবং মার্কিন পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে;
- যদি আবেদনকারীর বয়স ১৫ বছরের কম হয় তবে অবশ্যই তার পিতা ও মাতা প্রত্যেকের পাসপোর্ট সাইজের ১-কপি রঙিন ছবি (ফর্মের উপরের ডানদিকের কোণায় নিদির্ষ্ট স্থানে আঠা দিয়ে) সংযুক্ত করতে হবে;
- হাতে লিখা/পিডিএফ-এ পূরণকৃত/ অসম্পূর্ণ অথবা ত্রুটিপূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়;
- আপনি যদি এমআরপি সংস্করণ/নবায়নের বিষয়ে অনুসন্ধান করে থাকেন তবে দয়া করে এই পৃষ্ঠাটি ব্রাউজ করুন।
- ফিঃ মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেকের মাধ্যমে “Embassy of Bangladesh’’ বরাবরে প্রেরণ করতে হবে। নগদ অর্থ, ক্রেডিট কার্ড অথবা ব্যক্তিগত চেক গৃহীত হয় না;
(ক) নিয়মিতঃ ১১০ মার্কিন ডলার মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেক (প্রত্যাশিত প্রক্রিয়াকরণের সময় ৬০-কার্যদিবস);
(খ) জরুরীঃ ২২০ মার্কিন ডলার মানি অর্ডার / ব্যাংক ক্যাশিয়ার চেক (প্রত্যাশিত প্রক্রিয়াকরণের সময় ৪৫-কার্যদিবস);
(কিছু কিছু ক্ষেত্রে, প্রক্রিয়াকরণের সময় স্বাভাবিকের চেয়ে বেশি লাগতে পারে)
বিশেষ দ্রষ্টব্যঃ হারানো পাসপোর্ট অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট (যদি ১২ বছরের অধিক হয়ে থাকে) সেক্ষেত্রে অতিরিক্ত/বিশেষ পুলিশ প্রতিবেদন প্রয়োজন বিধায় উল্লেখিত সময়সীমা তাদের জন্য প্রযোজ্য নয়। সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কোনও নির্দিষ্ট সময়সীমা নির্দেশ করতে অক্ষম কারণ এগুলি পুলিশ যাচাইকরণের প্রতিবেদন পাওয়ার উপর নির্ভর করে। দয়া করে মনে রাখবেন, দূতাবাস শুধুমাত্র অনলাইনে আবেদনগুলি দাখিল করে এবং পাসপোর্টগুলি ঢাকায় মুদ্রিত হয়ে দূতাবাসে এলে কর্তৃপক্ষ সেগুলো অনলাইনে সক্রিয় করার পর ব্যবহার উপযোগী হলেই আবেদনকারীকে দিয়ে থাকে।
প্রথমবার এমআরপি গ্রহণের ক্ষেত্রে ডাকযোগে আবেদন প্রেরণ প্রযোজ্য নয়। আবেদনকারী যদি ডাকযোগে পাসপোর্ট ফেরত পেতে চান তবে আবেদনকারীকে কেবলমাত্র ইউএসপিএস অগ্রাধিকার / এক্সপ্রেস মেইলের যথাযথ ডাক মাশুল এবং ট্র্যাকিং নম্বরসহ একটি স্ব-সম্বোধিত রিটার্ন খাম অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। যথাযথ ডাক মাশুল এবং ট্র্যাকিং নম্বরসহ স্ব-সম্বোধিত রিটার্ন খামটি ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস)-এর অগ্রাধিকার / এক্সপ্রেস মেইল না হলে কর্তৃপক্ষ তা গ্রহণ করবে না।
গ্রহণ ও বিতরণের সময়: পাসপোর্টের আবেদনকারীরা ছুটি ব্যতীত সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে আবেদন পত্রসমূহ দূতাবাসের ফ্রন্ট ডেস্কে জমা দিতে পারবেন। পাসপোর্ট বিতরণের সময়ঃ দুপুর ১টা হতে ২টা।
জিজ্ঞাসা: ফোন: ২০২-২৪৪-০১৮৩ অতিরিক্ত: ১০৫/১১৫
ইমেইল: pvwing.washdc@gmail.com
** Please note, due to the pandemic situation, passport issuance (new, renewal) is taking much longer time than usual.




3510 International Drive NW
Washington, DC 20008
USA
+1-202-244-0183 mission.washington@mofa.gov.bd
Due to Covid-19 situation, in case of remote working, contact via email is preferred.
In case of any emergency, please contact at the Embassy 'emergency only' contact no. (+1-202-740-6305)